আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ টিভি :: ৮ই,ফেব্রুয়ারি :: কোলকাতা ::
ফটো সেশনে মমতা –
বিজেপি ?
পশ্চিমবঙ্গের বিধানসভার শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোসেশনে বিজেপি অংশ নিলেও অনুপস্থিত ছিলেন বাম ও কংগ্রেসের বিধায়কেরা। আজ সোমবার বাজেট অধিবেশনের মধ্য দিয়ে এই বিধানসভার মেয়াদ শেষ হলো। রাজ্য বিধানসভার পরবর্তী নির্বাচন আগামী এপ্রিলে হওয়ার কথা।
মমতা বিধানসভার শেষ দিনে বিধায়কদের এক ফটোসেশনে অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘আমিই আবার ফিরছি।’ তিনি দুই আঙুল দিয়ে বিজয় চিহ্নও দেখান।
বিধানসভার বিরোধী দলের নেতা ও কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান বলেছেন, ‘যারা আমাদের বিগত পাঁচ বছরে ন্যূনতম গণতন্ত্র দেখাননি, প্রশাসনিক বৈঠকে ডাকারও প্রয়োজন বোধ করেনি, এখন তারা যে কতটা গণতান্ত্রিক, তা দেখানোর জন্য এই ফটোসেশনের ডাক দিয়েছেন। ওখানে আমরা যাব না।’
তবে এই ফটোসেশনে যোগ দিয়ে রাজ্য বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নেতা মনোজ টিগ্গার বলেছেন, ‘আমরা পাঁচ বছর ধরে একে অন্যের সঙ্গে কাজ করেছি। ফটোসেশনের মাধ্যমে এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের মধ্যে। এখানে রাজনীতি দেখা উচিত নয়।’