নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৪,জুন :: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গেছে দুটো দিন। আজ রবিবার দুপুরে হাওড়া স্টেশনে আরও একটি স্পেশাল ট্রেন আসে। ওই স্পেশাল ট্রেনে আহত যাত্রী এবং তাদের পরিজনেরা ফেরেন। এতবড় দুর্ঘটনায় স্বভাবতই যাত্রীদের চোখে মুখে ছিল তীব্র আতঙ্ক।
যে বীভৎস রেল দুর্ঘটনার সাক্ষী তারা ছিলেন সেই ঘটনার আকস্মিকতা এখনো কাটিয়ে উঠতে পারছেন না তারা। আহত যাত্রীদের যাতে সব ধরনের বন্দোবস্ত করা যায় এবং হাসপাতালে পৌঁছে দেয়া যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যেমন ব্যবস্থা নেয়া হয়েছে সেরকম রেলের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া স্টেশনে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। চিকিৎসকেরা তাদের চিকিৎসার পর প্রয়োজনমতো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।