নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ৪,জুন :: রবিবার থেকে রাধিকাপুর বারসই রেললাইনে বৈদ্যুতিক ট্রেন চালু করা হলো। রায়গঞ্জ স্টেশনে এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ফ্লাগ অফ করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। উপস্থিত ছিলেন কাঠিহার ডিভিশনের ডিআরএম শুভঙ্কর চৌধুরী। এক সাক্ষাৎকার শুভঙ্কর চৌধুরী বলেন রাধিকাপুর থেকে কলকাতা গামী ট্রেনগুলির ইঞ্জিন চেঞ্জ করতে হতো মালদা স্টেশনে ।
এর জন্য অনেকটা সময় নষ্ট হতো। এখন থেকে আর কোন ট্রেনেরই ইঞ্জিন বদল করতে হবে না সরাসরি ইলেকট্রিক ইঞ্জিন রাধিকাপুর পর্যন্ত পৌঁছে যাবে। তিনি আরও বলেন এছাড়াও রায়গঞ্জ স্টেশনকে বিশেষ গুরুত্ব দিয়ে আপগ্রেড করা হচ্ছে। বিভিন্ন সুযোগ-সুবিধা বারবে, আরও জল পাওয়া যাবে এই স্টেশনে।
সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন তার কার্যকালে প্রথম দু বছর করোনার জন্য যথেষ্ট কাজ নষ্ট হয়েছে। পরবর্তী দু’বছরে তিনি উঠে পড়ে লেগেছেন এখানকার উন্নয়নের জন্য। রায়গঞ্জ স্টেশনে রায়গঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি উড়ালপুল এখনো বিঁশবাও জলে। কারণ প্রয়োজনীয় এনওসি দিচ্ছে না রাজ্য সরকার।