পশ্চিমবঙ্গে ভোট হতে পারে ৬-৭ দফায়; তামিলনাড়ু ও কেরালায় ১ দফায় !

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ্প্রবাহ টিভি : ১১ঈ,ফেব্রুয়ারী :: কোলকাতাসামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। ভোট নেওয়া হবে রাজ্যটির ২৯৪টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬ থেকে ৭ টি দফায় এই নির্বাচন সম্পন্ন হতে পারে। যদিও এ ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে আগামী ১৫ ফেব্রুয়ারির পরই। বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ মে। তাই তার আগেই নতুন সরকার গঠন করতে হবে।

অন্যদিকে চলতি বছরেই তামিলনাড়ু, কেরালা, আসাম রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল পডুচেরিতেও বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চারটি রাজ্যেও আগামী মে মাসের মধ্যেই ভোট শেষ করতে হবে। কমিসন সূত্রে খবর, আগামী এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গসহ বাকি চারটি রাজ্যে ভোট হতে পারে। সেক্ষেত্রে তামিলনাড়ু, কেরালা এবং পডুচেরিতে একদফায় ভোট হতে পারে, আসামে ভোট হতে পারে ২-৩ দফায়।

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য সফর করেছেন। শিগগির তামিলনাড়ু, পডুচেরি ও কেরালা রাজ্য সফরেও যাবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fourteen =