বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর

সজল দাসগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ৫,জুন :: চাঞ্চল্যকর ঘটনা, মেখলিগঞ্জের জামালদহ সীমান্তে ভোররাতে বিএসএফের গুলিতে মৃত বাংলাদেশী পাচারকারী । জামালদহ সরকারপাড়া এলাকায় মিলিরোপা বি.ও.পির নিকটে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় বাংলাদেশী পাচারকারির।

সীমান্তের অপরদিকে অবস্থিত বাংলাদেশের টেপুরগাড়ি এলাকা। উত্তেজনা এড়াতে সীমান্তে বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ ও বিজিবি। নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। সোমবার ভোরে অন্তত ১০-১৫ জনের বাংলাদেশীর একটি দল ভারতীয় সীমান্তে প্রবেশ করার জন্য বেড়া কাটার চেষ্টা করে বলে বিএসএফ সূত্রে খবর মিলেছে।

পরবর্তিতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বাধা দিলে কর্তব্যরত জওয়ানের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে তারা । সেই সময় আত্মরক্ষার জন্য বিএসএফ সাত রাউন্ড গুলি চালায় বলে বিএসএফ সূত্রে খবর মিলেছে। বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশী পাচারকারী। স্থানীয়রা এই বিষয়ে জানান আচমকা তারা গুলির শব্দ শুনতে পান, তাদের ঘুম ভাঙ্গে। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =