সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৬,জুন :: শহরের বিভিন্ন এলাকাগুলির দেয়ালে ,এছাড়া নর্দমার পাশে , সিঁড়ির পাশে দেব দেবীর ছবি লাগান নিয়ে এর বিরোধিতা করে হাশমি চক থেকে শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয় পর্যন্ত মিছিল করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সাথে প্রদান করা হয় স্বারকলিপি।
মঙ্গলবার হাশমি চক থেকে মিছিল শুরু হয় বলে জানা গেছে। মিছিল থেকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা রীতিমতো অভিযোগ তোলেন , শহরের বিভিন্ন এলাকায় দেয়ালে , নর্দমার পাশে , সিঁড়ির পাশে হিন্দু দেবদেবীদের ছবি ব্যাবহার করা হচ্ছে, যা দেবদেবীর ছবির অপব্যাবহার বলে মনে করছেন তারা ।
এই ছবি লাগানো বন্ধের দাবি জানান তারা। উক্ত বিষয়ে যাতে শিলিগুড়ি পুরনিগম সরকারি নোটিশ জারি করে সেই বিষয়েও দাবি করা হয়। আরো বেশ কিছু দাবি নিয়ে পুরনিগমের কমিশনারকে সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে একটি স্বারকলিপি তুলে দেওয়া হয়। পুরনিগমের প্রধান কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যগণ।