নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ৭,জুন :: ৩৬ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, প্রধান শিক্ষক নিয়োগ, বেতন বৈষম্যের অবসান, যোগ্য প্রার্থীদের চাকরী সুনিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয় ‘বিদ্যাভবনে’র সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী শুরু করলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।
বুধবার সকাল এগারোটা থেকে বাম সমর্থিত এই শিক্ষক সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যদের এই কর্মসূচীর মাঝেই বিদ্যাভবনে হাজির হন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বসুমিত্রা সিং। এরপরেই আন্দোলনকারীদের প্রতিনমস্কার করেই তিনি তাঁর কার্যালয়ে ঢোকেন তিনি।
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক বিমান পাত্র, সভাপতি অশোক মুখার্জীরা বলেন, রাজ্যে ৩২ হাজার চাকরীচ্যুত শিক্ষকদের মধ্যে যোগ্যদের অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এছাড়াও পেশাগত একাধিক দাবি তো আছেই। এ রাজ্যে বর্তমান যা পরিস্থিতি তাতে ধারাবাহিক লড়াই আন্দোলন ছাড়া কোন পথ খোলা নেই বলে তাঁরা জানান।