পশ্চিম মেদিনীপুরের তিনটি মাহকুমাতে ২৪ টি আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধ শুরু হয়েছে সকাল থেকে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পশ্চিম মেদিনীপুর :: বৃহস্পতিবার ৮,জুন :: পশ্চিম মেদিনীপুরের তিনটি মাহকুমাতে ২৪ টি আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধ শুরু হয়েছে সকাল থেকে । এই বন্ধের প্রভাব পড়েছে মূলত পরিবহনের উপর ।সকাল থেকে বাস চলেনি ।

ক্ষীরপাই হালদার দিঘী , দাসপুরের বকুলতলা এবং হরিরাজপুর এলাকায় সংগঠনের কর্মীরা পিকেটিং শুরু করেন সকাল থেকেই । যদিও শহরের দোকানপাট বাজার স্বাভাবিকভাবে খোলা আছে । আদিবাসী সংগঠনের নেতৃত্ব জানায় , যেভাবে সিআরআই রিপোর্টকে বিভ্রান্ত করে কুড়মিরা যেভাবে আদিবাসী হতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই বনধ ।

অত্যাবশ্যকীয় পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে এবং বালেশ্বর ট্রেন দুর্ঘটনার জন্য যারা ট্রেনের টিকিট কেটেছেন তারা সেই টিকিট দেখালে তাদের ছাড় দেওয়ার কথাও তারা জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =