সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: শুক্রবার ৯,জুন :: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। বিজেপির তিন কর্মী সমর্থক কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১-নম্বর ব্লকে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর ক্যানিং ১-নম্বর ব্লকের ভিডিওর পক্ষ থেকে এদিন একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিল সকল রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা।
বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, সর্বদলীয় বৈঠকে যোগদানের পর যখন বিডিও অফিস থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার বিভিন্ন নথি নিয়ে তারা বিডিও অফিসের বাইরে বার হয় সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় । এই ঘটনায় তিন বিজেপি কর্মী-সমর্থক আহত হয় ।
গুরুতর আহত অবস্থায় তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ঘটনার পর এলাকায় পৌঁছায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ । যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে।