বিজেপির হয়ে মনোনয়নের প্রথম দিনে মনোনয়ন দাখিল করতে গেলেন ওই এলাকার বিজেপির সংখ্যালঘু মুখ নুরুল ইসলাম

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৯,জুন :: মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম অঞ্চল থেকে বিজেপির হয়ে মনোনয়নের প্রথম দিনে মনোনয়ন দাখিল করতে গেলেন ওই এলাকার বিজেপির সংখ্যালঘু মুখ নুরুল ইসলাম ওরফে আপাপ। কলিগ্রামের ১৭৩ নং বুথ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন ।

কিন্তু মনোনয়ন দাখিল করতে এলেও ডিসিআর না কাটতে পেরে ঘুরে গেলেন তিনি।এই প্রসঙ্গে নুরুল ইসলাম জানান,প্রথমে সকাল এগারোটায় এসেছিলাম।সেই সময় দপ্তর থেকে বলা হয়েছিল কিছুক্ষণ পরে আসতে।পুনরায় বিকেল তিনটায় গেলে বলা হয় ডিসিআর কাটার সময় শেষ।

প্রসঙ্গত কলিগ্রাম অঞ্চলের ১৭৩ নং বুথে এবছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।বিজেপির হয়ে ওই বুথে প্রথমবারের মতো কোনো সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে এবার। ১৭৩ নং বুথে জনবিন্যাস অনুযায়ী বিজেপির আশা,প্রথম বারেই বাজিমাত করবে নুরুল ইসলাম।

এই প্রসঙ্গে খোদ নুরুলের দাবি,গত নির্বাচনে এই আসন আমাদের দল মাত্র ৪৮ টা ভোটে হেরেছিল।আমার পরিবারের মধ্যেই ৫০ টি ভোট রয়েছে।তাই এই ভোটে জয়ী হতে আমার কোনো সমস্যা হবেনা।মানুষের পাশে থাকতেই আমি বিজেপির হয়ে ভোট যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =