পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হাওড়ায় জোরকদমে প্রচারে নামলো তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১০,জুন :: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হাওড়ায় জোরকদমে প্রচারে নামলো তৃণমূল। উদয়নারায়ণপুরের বিধায়ক তথা তৃণমূলের হাওড়া জেলা (গ্রামীণ) চেয়ারম্যান সমীর পাঁজার নেতৃত্বে পঞ্চায়েতের দলীয় প্রার্থীদের সমর্থনে মহামিছিল করা হয়।

উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে থেকে শুরু হয় ওই মিছিল। প্রায় ৩ কিমি পথ পরিক্রমা করে কুরচি-শিবপুরে এসে মিছিল শেষ হয়।

হাওড়ায় ১৫৭টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১,৩০২টি। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৪৭০ ও জেলা পরিষদে ৪২। প্রতিটি আসনেই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে সমস্ত ব্লকস্তরে সাংগঠনিক বৈঠক হয়। সেইসঙ্গে প্রতিটি পঞ্চায়েতে বুথ ধরে দলের তরফে পর্যালোচনাও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =