দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসকের চেম্বারে বাস্তুশাস্ত্রের জন্য জ্যোতিষী নিয়োগের জন্য দরপত্র আহ্বানকে ঘিরে বিতর্ক বাধল ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১০,জুন :: দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসকের চেম্বারে বাস্তুশাস্ত্রের জন্য জ্যোতিষী নিয়োগের জন্য দরপত্র আহ্বানকে ঘিরে বিতর্ক বাধল । চলতি বছরের ১১ই মে নগরনিগম থেকে একটি টেন্ডার করা হয় বাস্তুশাস্ত্রর জন্য জ্যোতিষী নিয়োগের।জনৈক অভিজিত মুখোপাধ্যায় নামক এক জ্যোতিষী ন্যুনতম ৩০,০০০/- টাকায় টেন্ডার পেয়েও যান। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শুরু হয়ে যায় রাজনৈতিক সমালোচনা।

বিজেপির পক্ষে চন্দ্রশেখর ব্যানার্জী বলেন , রাজ্যে এটা নজিরবিহীন ঘটনা | এর তীব্র প্রতিবাদ জানাই , সাধারন মানুষের টাকায় এই সব চলতে পারে না, ব্যক্তিগত টাকা থেকে এই ধরনের কাজ করানো উচিৎ।যদিও এই ইস্যুতে নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় জানান যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই জ্যোতিষীর খরচ তিনি নিজে ব্যক্তিগতভাবে বহন করবেন। এই টেন্ডারের ওয়ার্ক অর্ডার বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =