নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১১,জুন :: হীরাপুর থানার নিউটাউন এলাকায় অবৈধভাবে একটা খাটালে থাকা মহিষের কারণে প্রায় নিত্যদিন সড়ক দূর্ঘটনায় আহত হয় নিত্য যাত্রীরা, শনিবার সকালে মহিষের কারণে এক ব্যাক্তি দূর্ঘটনাগ্রস্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসারত। খাটাল বন্ধের দাবিতে এলাকাবাসীরা নিউটাউনে রাস্তা অবরোধ করে দেয় ।
খবর পেয়ে আসানসোল পৌরনিগমের ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন মুখার্জি ঘটনাস্থলে পৌঁছে জানান এলাকায় অবৈধভাবে একটা খাটালে প্রায় দুহাজার মহিষ আছে সকালে এবং বিকেলে মহিষগুলোকে ছেড়ে দিলে তারা রাস্তার উপর দিয়ে গেলে নিত্য যাত্রীদের যাতায়াতের খুব অসুবিধা হয় এমনকি প্রায় প্রত্যেকদিন দূর্ঘটনা হয়ে থাকে ।
ইস্কো কর্তৃপক্ষকে খাটাল উচ্ছেদের কথা বললে তারা ব্যার্থ হয়েছে এবার প্রশাসনিক ভাবে এই খাটাল উচ্ছেদের ব্যাবস্থা করতে হবে।শিপ্রা দাশগুপ্ত নামে এক স্থানীয় মহিলা অভিযোগ করেন প্রত্যেকদিন রাস্তা দিয়ে মহিষ যাবার ফলে তাদের যাতায়াতের অসুবিধা হয় প্রত্যেকদিন দূর্ঘটনা হয়ে থাকে পুলিশ প্রশাসনকে অনেক বার জানিয়ে কোন লাভ হয় নি ।
তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছেন তাদের দাবি অবিলম্বে মহিষের যাতায়াতের রাস্তা বন্ধ করতে হবে এবং খাটালকে উচ্ছেদ করতে হবে।