মনোনয়নপত্র জমা দিতে নৌকায় পাড়ি দিল তৃণমূলের প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ১২,জুন :: সোমবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে নৌকায় করে কাকদ্বীপ এস ডি ও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় চেপে পাড়ি দিল জেলা পরিষদের তৃণমূল মনোনীত প্রার্থী দিপালী ধারা বেড়া, অনিতা মাইতি, সন্দীপ কুমার পাত্র ।

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ের উদ্দেশ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজের দলীয় কার্যালয়ে এদিন পূজোর আয়োজনও করেন।এদিন থেকেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দেয়।

মনোনয়নপত্র জমা দেওয়ারকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য জেলার বি ডি ও অফিসগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয় । কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ ।

সাগরে এখনো পর্যন্ত কোনো অশান্তি ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =