বর্ধমানে মনোনয়ন পত্র জমা দিতে বাধা – তৃনমূল সিপিএম খন্ডযুদ্ধ – শক্তিগড় থানার ওসির মাথা ফাটে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১২,জুন :: প্রার্থী তালিকা ঘোষণা পরেই সিপিএম এর পক্ষ থেকে সোমবার বর্ধমান দু’নম্বর ব্লক অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান সিপিএমের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। তারপরই তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে অভিযোগ করেন সিপিএমের প্রার্থীরা।

তারপর শুরু হয় খন্ড যুদ্ধ দফায় দফায় চলে ইট বৃষ্টি। এতে আহত হন শক্তিগড় থানার বেশ কিছু পুলিশ আধিকারিক। এখনো যথেষ্ট উত্তেজিত রয়েছে এলাকা তৃণমূল এবং সিপিএমের দুই পক্ষই রয়েছে ব্লক অফিসের সামনে। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিপিএমের এক মহিলা প্রার্থী বলেন, আমরা বিডিও অফিসে নমিনেশন জমা করতে যাচ্ছিলাম সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ওপর পুলিশ প্রশাসনের সামনে ইট বৃষ্টি শুরু করে। এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।

আমাদের নমিনেশন যতক্ষণ না হবে আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো।গাড়ি ভাঙচুর করা হয় পাশাপাশি বর্ধমানের শক্তিগড় থানার ওসির মাথা ফাটে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। দুই পক্ষ থেকে কয়েকজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =