কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৩,জুন :: মোবাইল চুরির সিসিটিভি ফুটেজ ভাইরাল। ঘটনাটি মালদহ টাউন স্টেশনের।রেল স্টেশনের প্ল্যাটফর্মে মোবাইল নিয়ে সাবধান। ট্রেনের জন্য অনেকেই প্ল্যাটফর্মে অপেক্ষা করেন। অনেকেই পকেটে মোবাইল নিয়ে ঘুমিয়ে পড়েন।
রেল সুত্রে খবর ধৃতের নাম রফিক শেখ(২৫)।বাড়ি মালদহ শহরে। তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল। জানা গিয়েছে, ওই মোবাইল ফোনের দাম ২২ হাজার টাকা।
মালদহ টাউন স্টেশনের প্ল্যাটফর্মে একটি ভাইরাল ভিডিও অবাক করেছে সকলকে। মোবাইল নিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়া এক রেল যাত্রীর সঙ্গে ঘটেছে এই চরম ঘটনা।
এমন ভিডিও ভাইরাল হতেই অনেকেই সতর্ক হতে শুরু করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একটি জায়গায় ঘুমিয়ে রয়েছে। একজন যুবক সেখানে গিয়ে কিছুক্ষন দাড়িয়ে থাকে। তারপর সেখান থেকে চলে যায়। তারপরেই ওই রেল যাত্রী ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই।
ঘটনায় সঙ্গে সঙ্গে ওই রেল যাত্রী স্টেশনে কর্তব্যরত রেল পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে রেল পুলিশের কর্মীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে। সেখানেই সমস্ত কিছু ধড়া পড়ে। সেই সিসিটিভি ফুটেজ দেখেই রেল পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। রেল পুলিশ এত দ্রুত মোবাইল উদ্ধার করে দেওয়ায় খুশি ওই রেল যাত্রী।