সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ১৪,জুন :: পঞ্চায়েত ভোটের মনোনয়কে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাট ও উইকেট নিয়ে আক্রমণ, পালটা আক্রমণে উত্তাল হয়ে উঠল এলাকা। এদিকে অশান্তি রুখতে তৈরি পুলিশ। ঘটনাস্থলে ব়্যাফও।
তাঁদের সামনেও চলছে অশান্তি।পঞ্চায়েতের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন। বৃহস্পতিবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়।
এদিকে তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকা।
অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুটি গোষ্ঠী। একদলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি। ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পালটা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ, ব়্যাফ। তৃণমূলের একদলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।