নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৪,জুন :: ভোট কর্মীদের নিরাপত্তা দাবি’ করে এবার বাঁকুড়া জেলাশাসকের দ্বারস্থ হলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বুধবার ঐ সংগঠনের বাঁকুড়া
জেলা কমিটির সদস্যরা মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান। পরে তাঁদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবিপত্র তুলে দেন।
সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির পক্ষে বিশ্বজিৎ ঘোষ বলেন, মনোনয়নপত্র জমাকালে রাজ্য জুড়ে যেভাবে সন্ত্রাসের খবর আসছে তাতে আমরা আতঙ্কিত। ভোট কর্মীরা নিরাপদে নেই। ২০১৮ সালে ভোট সন্ত্রাসের বলি হয়েছিলেন ভোট কর্মী রাজকুমার রায়। ঐ ধরণের কোন ঘটনা যাতে না ঘটে তা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে প্রত্যেক ভোট কর্মীকে বাড়ি থেকে নিয়ে আসা ও পৌঁছানোর দায়িত্ব, সন্ত্রাসের কারণে কোন ভোট কর্মীর মৃত্যু হলে ৫০ লক্ষ, অন্য কোন কারণে মৃত্যু হলে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি মৃতের পরিবারের একজনের চাকরীর দাবি তাঁরা জানাচ্ছেন বলে জানান। একই সঙ্গে এই বিষয়ে তাঁরা লাগাতার আন্দোলন করে যাবেন বলেও তিনি জানান।