নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ১৫,জুন :: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয় পরিজনদের বিরূদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
মঙ্গলবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে আশারানী দাস বয়স আনুমানিক ৫৭ বছর, নামে এক মহিলা ভাতজাংলা থেকে ভর্তি হন শক্তিনগর জেলা হাসপাতালে। গতকাল অর্থাৎ বুধবার রাতে রোগীর পরিজনেরা এসে দেখেন চিকিৎসক আশারানী দেবীকে না চিকিৎসা করেই কল্যানীতে স্থানান্তরিত করার পরামর্শ দেন।
পরিবারের লোকজন আশারানী দেবীকে বেড থেকে সরিয়ে নিয়ে আসার পরেই তার মৃত্যু হয়।অভিযোগ, যে চিকিৎসক আশারানী দেবীকে চিকিৎসা করছিলেন হঠাৎ ওই চিকিৎসক চিকিৎসা না করেই কল্যানীতে নিয়ে যাবার কথা বলে।এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবার পরিজন ভাঙচুর চালায় হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারন এখনো স্পষ্ট নয়। মূলত চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেই হাসপাতাল ভাঙচুর করে রোগীর আত্মীয় পরিজন। ঠিক কি কারনে ওই রোগীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।তবে রোগী মৃত্যুর বিষয়ে হাসপাতাল কতৃপক্ষ কিছু জানাতে চাননি।