নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১৫,জুন :: গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ দ্বিতীয় হুগলী সেতুর উপর একটি চলন্ত কন্টেনারে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেনারটি। হাওড়া থেকে কন্টেনারটি কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় ব্রিজের মাঝখানে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে।
চালক আগুন দেখে গাড়িটাকে ব্রিজের মাঝখানে দাড় করিয়ে তড়িঘড়ি নেমে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দমকলে খবর দেয়া হলে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়।
এই ঘটনায় কোনরকম হাতাহাতের খবর না থাকলেও রাত্রিবেলা বিদ্যাসাগর সেতুর উপরে বিশাল যানজট সৃষ্টি হয়।
আগুন নেভানোর পর গাড়িটাকে ব্রিজ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনের সাহায্যে টেনে সরিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকে এই আগুন।