নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার ১৬,জুন :: রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনীর তান্ডব। বিরোধী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি ও ভাঙচুরের অভিযোগ ওঠে।অতিষ্ঠ হয়ে থানা ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। মনোনয়ন জমা দেওয়ার শেষ রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নদিয়ার চাপড়া থানার বড় অন্দুলিয়া গ্রামে।
চাপড়ার বিভিন্ন এলাকাতে বাইক নিয়ে মানুষকে আতঙ্কিত করতে রাতের অন্ধকারে টহল। পুলিশকে জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এরপর রাতেই চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর।
রাতের অন্ধকারে বিরোধীদের খুনের হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন শুরু হতে না হতেই এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গোটা চাপড়া এলাকা জুড়ে।
একই সাথে অভিযোগ ওঠে সিপিআইএম প্রার্থী মমতা খাতুনের বাড়িতেও তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। ঘরের বেশ কিছু জিনিসপত্র ও মোটরসাইকেল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশকে ফোন করলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষজন।
তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবে গোটা এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কি ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি? এমনটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে