সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ১৬,জুন :: ২১কিলোমিটার রাস্তা দৌড়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন স্মরণ সুব্বা।চার ঘন্টায় সোনাদা থেকে সুখিয়াপোখরি পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তা দৌঁড়ে সুখিয়াপোখরিতে গিয়ে মনোনয়নপত্র জমা দেন এই নির্দল প্রার্থী।গত বুধবার স্মরণ সুব্বার দৌঁড় ভোটচর্চায় আলাদা জায়গা করে নিয়েছে।
স্মরণ সুব্বা বলেন, পাহাড়ে যেভাবে যান বাহনের সংখ্যা বেড়েই চলেছে তাতে ভয়ঙ্কর যানজটের পাশাপাশি পরিবেশও দূষিত হচ্ছে।পাহাড়কে বাঁচাতে হলে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে পর্যটকদের কাছে আকর্ষণীয় দার্জিলিং বিরক্তিকর জায়গা হয়ে উঠবে।সে ক্ষেত্রে দার্জিলিংয়ের সুনাম নষ্ট হবে।পর্যটকরাও দার্জিলিঙ থেকে মুখ ঘুরিয়ে নেবেন।
তার প্রভাব পড়বে পাহাড়ের জনজীবনে।ক্ষতিগ্রস্ত হবেন প্রত্যন্ত অঞ্চলের গরীব মানুষ।কেননা পর্যটকদের প্রতীক্ষায় এখানকার মানুষ বসে থাকে তাদের রুজি রোজগারের জন্য।জিতলে দার্জিলিংয়ের যানবাহনের সংখ্যার নিয়ন্ত্রণ করার পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তা ও স্বাস্থ্যকেন্দ্র করবেন বলে জানান স্মরণ সুব্বা।