সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: সিকিম :: শনিবার ১৭,জুন :: ভারী বৃষ্টিপাত সিকিম জুড়ে, অতি ভারী বৃষ্টিপাতের কারণে হড়পা বান ,রাস্তায় ধস, বিপাকে পর্যটকরা। সূত্রে খবর মিলেছে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমের পেগং এ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তার উপর ঝর্ণার জল বিপজ্জনকভাবে পড়ছে।
তাই সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। প্রসঙ্গত অন্তত দুই হাজার পর্যটক রাস্তার দুই দিকে আটকে রয়েছেন বলে জানা গেছে। পর্যটকদের উদ্ধার করতে নেমেছে স্থানীয় প্রশাসন, রাস্তাঘাট মেরামতের কাজ চলছে।
শুক্রবার নর্থ সিকিমে যাওয়ার পারমিট দেওয়া হয়নি। লাচুন- লাচেন এর সাথে সিকিমের অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বলে জানা গেছে।