নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শনিবার ১৭,জুন :: অবশেষে শনিবার সকালে পানাগড়ের শর্মা পাড়ায় দেওয়াল থেকে বাম প্রার্থীর নাম মুছে ফেলা হলো। ভুল এলাকায় সিপিআইএম এর মনোনীত কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রার্থীর নাম লিখে ফেলায় শুরু হয় বিতর্ক।
নিজেদের ভুল স্বীকার করে শনিবার যে সমস্ত এলাকায় ভুল জায়গায় অন্য সংসদের প্রার্থীর নাম লেখা হয়েছিল সেই সমস্ত দেওয়াল থেকে প্রার্থীর নাম মুছে ফেলেন বাম কর্মীরা।
এই প্রসঙ্গে শনিবার সকালে কাঁকসা ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ মহল জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় মানুষকে বিভ্রান্ত করতে এবং মানুষকে ভুল বোঝাতে তারা ভুল জায়গায় ভুল প্রার্থীর নাম লিখে বেড়াচ্ছে।
বামেদের লজ্জা লাগা উচিত ৩৪ বছর রাজত্ব করে তারা কোন কিছুই করেনি। বাংলার মানুষকে শুধু ভুল বুঝিয়ে গেছে। এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে তারা একই কাজ করে চলেছে। ভুল স্বীকার করে দেওয়াল থেকে প্রার্থীর নাম মুছে ফেললেও ৩৪ বছর ধরে তারা যে ভুল করেছে তা তারা বদলাবে কিভাবে।