নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১৭,জুন :: হাওড়া জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে সালকিয়ার বাসিন্দা পেশায় ক্ষৌরকার ওই ব্যক্তিকে গতকাল রাতে অসুস্থ অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। আজ পরিবারের লোকেরা সকালে ওই রোগীকে দেখতে আসেন।
অভিযোগ, সেই সময় ডিউটিতে থাকা চিকিৎসক বলেন, ওনার বাঁচার আশা প্রায় নেই। ২৫ হাজার টাকার ওষুধ ইনজেকশন দেওয়া হয়েছে। ওষুধ আনাতে হবে। তখন রোগীর পরিবারের লোকেরা চিকিৎসককে বলেন এটা সরকারি হাসপাতাল। কিভাবে চিকিৎসা হবে বলুন।
রোগীর পরিবারের অভিযোগ, ওই চিকিৎসক তাদের বলেন এখানে ট্রিটমেন্ট হবে না। প্রাইভেট হাসপাতালে ওনাকে নিয়ে যান। এবং কিছুক্ষণের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। মৃতের নাম অনুজ শর্মা(৫০)।
এরপরই জেলা হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের আত্মীয়েরা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। হাওড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পরিবারের লোকেদের দাবি ওই চিকিৎসককে উপযুক্ত শাস্তি দিতে হবে।