রক্তিম সিদ্ধান্ত :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: রবিবার ১৮,জুন :: রাতের অন্ধকারে বিজেপির প্রার্থীর বাড়ি গিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য চাপ তৃণমূলের বহরমপুরে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রি দশটা নাগাদ বহরমপুর থানার হাতিনগর গ্রাম পঞ্চায়েতের মুক্তিনগর এলাকায়।
হাতিনগর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী পাপিয়া মন্ডল সরকারের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ করেন পাপিয়া মন্ডল সরকারের স্বামী নারায়ণ চন্দ্র মন্ডল। তিনি বলেন এখানকার তৃণমূল প্রার্থীর স্বামী সহ ৬জন তৃনমূল দুষ্কৃতি তাদের বাড়িতে এসে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য গালিগালাজ করে এবং ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ।
আতঙ্কিত বিজেপি প্রার্থীর পরিবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। এই ঘটনার পরে বিজেপির নেতৃত্ব স্থানীয়রা বহরমপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখায়।