বিশ্ব কুমির দিবসে সুন্দরবনের লোথিয়ান দ্বীপে পাঁচটি কুমির ছাড়ল বনদফতর।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: রবিবার ১৮,জুন :: বিশ্ব কুমির দিবসে সুন্দরবনের লোথিয়ান দ্বীপে পাঁচটি কুমির ছাড়ল বনদফতর। এই কুমিরগুলিকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল ভগবৎপুরে। সেগুলিকে ২ থেকে ৩ বছর পর্যবেক্ষণের পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় নদীতে ছাড়া হয়েছে। কুমির সংরক্ষণ নিয়ে একটি বইও প্রকাশ করে বনদফতর।

১৯৭৬ সাল থেকে এই স্থান কুমিরের কৃত্রিম প্রজনন ও সংরক্ষণের জন‍্য প্রসিদ্ধ। পরে এই স্থানটিতে কুমির দেখার জন‍্য দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে। সুন্দরবনের নোনা জলের কুমির বিলুপ্তপ্রায় বলে এই কুমির প্রকল্পটি করা হয়েছিল। বর্তমানে এখান থেকে কুমির সংগ্রহ করে সুন্দরবনের বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয়। এই কুমির প্রকল্পটি বর্তমানে পর্যটন মানচিত্রেও স্থান করে নিয়েছে।

নদীতে ছাড়ার আগে কুমিরগুলিকে আরও একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এরপর তাদেরকে সপ্তমুখী নদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন আধিকারিক মিলন মন্ডল , রেঞ্জার তন্ময় চ‍্যাটার্জি সহ অন‍্যান‍্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =