নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ১৯,জুন :: গৃহস্থ বাড়ির গ্রিলের তালা ভেঙে নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ড স্টিমার ঘাটের।
ওই গৃহস্থ বাড়ির সদস্য পবন বর্মনের অভিযোগ, গতকাল রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে।
সকাল হতেই ঘুম থেকে উঠে দেখেন বিছানার উপরে রাখা মোবাইল ফোন নেই, মানিব্যাগে ছিল ১২০০০ টাকা তাও উধাও হয়ে যায়, এছাড়াও অন্যান্য আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
বাইরে বেরোতেই দেখে রাস্তার উপর পড়ে রয়েছ প্রয়োজনীয় কাগজপত্র গুলি, কিন্তু নগদ টাকা ও মোবাইল ফোনের হদিশ পাওয়া যায়নি।
স্বভাবতই এই ধরনের চুরির ঘটনায় আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারী পবন বর্মন। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। যদিও গোটা শান্তিপুর শহর এবং ব্লকে যত দিন যাচ্ছে ততই চুরির প্রবণতা বাড়ছে ।
রাতভর সজাগ পুলিশ প্রশাসন, তবুও প্রশাসনের চোখে ধুলো দিয়ে বাড়ছে একের পর এক চুরির ঘটনা। এখন দেখার এই চুরির ঘটনা রূখতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।