সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ১৯,জুন :: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কানপুর ধানবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ২৭৭ ও ২৭৮ নম্বর বুথের বিজেপি প্রার্থীদের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠল । পাশাপাশি বাড়ির লোকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তুলছে এলাকার বিরোধী দলের প্রার্থীরা।
এই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই প্রার্থীরা ও তাদের পরিবার । তারা দাবী জানিয়েছেন পুলিশ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুক রাজ্যের নির্বাচন কমিশন। ধনবেরিয়া কানপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মঙ্গল দাস ও জয়দেব দাস। অভিযোগ শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে এসে হটাৎ তাণ্ডব লীলা চালায় ।
এমনকি তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায় যে দ্রুত মনোনয়ন পত্র প্রত্যাহার করতে হবে । না হলে পরিণতি ভয়ঙ্কর হবে। ইতিমধ্যে ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থীরা। অপরদিকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের গৌরীপুরের হাসডোগরা বুথের বিজেপি প্রার্থী দীনেশ মন্ডলের বাড়িতেও রাতে বেশ কয়েকজন বাইক নিয়ে এসে বাড়িতে তাণ্ডব চালায়।
পাশাপাশি তাকে মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি । মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। যদি প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের থেকেও ভালো ফল করবে বিরোধীরা এমনটাই মনে করছে দীনেশ মন্ডল।
রবিবার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক হালদার এলাকা পরিদর্শন করেন ও আহত প্রার্থীদের সঙ্গে কথা বলেন । সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন।