তৃণমূল জেলা সভাপতির রাজনৈতিক বক্তব্য হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে প্রচার করতে বলছেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বুধবার ২১,জুন :: তৃণমূল জেলা সভাপতির রাজনৈতিক বক্তব্য হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে প্রচার করতে বলছেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার। পোস্ট ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই পুলিশ আধিকারিককে অপসারিত না করা হলে এসপি অফিস ঘেরাও এবং বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদদের। একজন পুলিশ আধিকারিক কিভাবে তৃণমূল জেলা সভাপতির বক্তব্য প্রচার করতে পারেন তা নিয়েই বিরোধীরা তুলেছেন প্রশ্ন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ উঠে আসছে। মনোনয়ন জমা থেকে শুরু করে বিজেপি এবং সিপিআইএম প্রার্থীদের জোরপূর্বক নমিনেশন বাতিল করানোর অভিযোগ করছে শাসকদলের বিরুদ্ধে।

আর সেই প্রসঙ্গে বিজেপি এবং সিপিএম উভয়ে অভিযোগ করছেন মূলত শাসকদল প্রশাসনকে বিভিন্ন কাজে ব্যবহার করছে। আর প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছেন। গতকালকের ঘটনা এই অভিযোগ কে আরো অনেক উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nine =