কোচবিহার: জলে ডুবে মৃত্যু হল এক শিশুর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২২,জুন :: জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুড়ীর গ্ৰামপঞ্চায়ের অন্তর্গত দানগাপাড়া এলাকায়।

বর্ষা শুরু হতেই কয়েক জন শিশু জলশুয়া নদীতে মাছ ধরতে যায়,আর নদীতে মাছ ধরতে গিয়েই ঘটলো অঘটন । হঠাৎ করেএক শিশু নদীর জলে তলিয়ে যায়।

এর পর অন্য শিশুরা অনেক খোঁজাখুঁজি করার পর ব্যর্থ হয়ে চিৎকার শুরু করে । নদীর পাশে থাকা কিছু মানুষ ছুটে আসে ।এর পর সকল গ্ৰামবাসীরা মিলে নদীতে নেমে কয়েক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে ও জামালদহ গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানায় ।

ওই শিশুর নাম চিওরঞ্জন বর্মন,বয়স তিন বছর।তার বাবা পেশায় দিনমজুর। বাবার স্বপ্ন ছিল ছিলো যে,ছেলেকে অনেক বড়ো ডাক্টার বানাবে,আর বাবার স্বপ্ন যেন দুঃস্বপ্ন হিসাবে থেকেই গেলো, কোন মতেই মেনেই নিতে পারছে না ছোট শিশুটি আর বেঁচে নেই ।

তার বাবার নাম কনক বর্মন,এই ছোট্ট শিশুর টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =