নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২২,জুন :: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু হয়েছে অশান্তি। আর সেই অশান্তি মনোনয়ন প্রত্যাহার পর্ব পর্যন্ত অব্যাহত। তারপরেও বিরোধী দলগুলো বিভিন্ন এলাকায় নিজেদের দলীয় পতাকা লাগিয়ে প্রচার শুরু করেছে। সেই বিরোধীদের পতাকা ছেড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃনমূল কংগ্রেস।
সেই অভিযোগকে সামনে রেখে গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতের পিলখানা এলাকায় বিক্ষোভ দেখান সিপিআইএম ও জাতীয় কংগ্রেস। তাদের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েতের ১৩৪ ও ১৩৫ নং বুথে জাতীয় কংগ্রেস ও সিপিআইএমের ফ্লেগ ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং সমস্ত পতাকা নিয়ে যায় বলে অভিযোগ তাদের। সেই কারণে তারা পিলখানা এলাকায় বিক্ষোভ দেখান।