নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বৃহস্পতিবার ২২,জুন :: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হলদিয়া রিফাইনারি গেটে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় রাজ্যপালকে। রিফাইনারি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন নিয়ে মুখ খোলার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার ফেরান রাজ্যপাল। ফলে পঞ্চায়েত ভোট নিয়ে বিভিন্ন মহলে অনিশ্চয়তা তৈরি হয়। এদিন সেই নিয়েও মুখ খুলেছে সিভি আনন্দ বোস।
তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে এই আশা নিয়ে আমি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। আমি ভেবেছিলাম ভয়হীনভাবে মানুষ ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা মানুষকে হতাশ করেছে।’
রাজ্যপাল আরও বলেন, ‘আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। রাজ্যের সর্বত্র সন্ত্রাস রয়েছে এমনটা বলব না। তবে সন্ত্রাস অবশ্যই রয়েছে, এটা অস্বীকার করা যায় না