সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের বাধা-বোমা বাজি পাচারকারীদের তরফে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শুক্রবার ২৩,জুন :: সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের বাধা। বোমা বাজি পাচারকারীদের তরফে। পাল্টা গুলি চালায় বিএসএফ। গুলি লেগে আহত একাধিক গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার ইচ্ছামতি বর্ডার পোস্ট সীমান্ত এলাকায়।

ঘটনার পর ঘটনাস্থল ঘুরে দেখলেন বিএসএফ এর কৃষ্ণনগর রেঞ্জের ডিআইজি সঞ্জয় কুমার। প্রসঙ্গত শুক্রবার ভোর রাতে ধানতলা থানার দত্তফুলিয়ায় ফেন্সিং না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ইছামতী নদীর ব্রিজের নিচ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৬ থেকে ১০ টি গরু পাচার করার চেষ্টা করছিল গরু পাচারকারীরা।

অভিযোগ, বিএসএফ জওয়ানরা গরু পাচারকারীদের আটকাতে গেলে পাচারকারীরা বিএসএফ কে লক্ষ করে পাথর ও বোমা ছোড়ে। পরে বিএসএফ কাউন্টার ফায়ার করলে বেশ কয়েকজন গরু পাচারকারী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশ পালিয়ে গেলেও ধরা পড়ে যায় এক গরু পাচারকারী।

তাকে ধানতলা পুলিসের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আর এর পরই শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদপর্শন করেন ডিআইজি কৃষ্ণনগর রেঞ্জ সঞ্জয় কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =