সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙর :: শনিবার ২৪,জুন :: পঞ্চায়েত ভোটের জন্য শুক্রবার থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। দু’ধাপে এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনী দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
ফলে আজ, শনিবার আরও কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছল সে দিকে নজর থাকবে। তার মধ্যে ভাঙড়ে ১ কোম্পানি কেন্দ্রীয় এসে পৌছাল। শনিবার বিকালে ভাঙড়ে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। ভাঙড় কলেজে তারা থাকবে বলে জানা গিয়েছে।
ভাঙড় নতুন ব্রিজে তাদের গাড়ি এসে পৌঁছায়।সেখান থেকে তারা রুটমার্চ করতে করতে ভাঙড় কলেজে ঢোকে। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, ভাঙড়ের অশান্ত এলাকায় তারা প্রথমে রুটমার্চ করবে।ভোটার দের মধ্যে আতঙ্ক কাটানোর জন্য রুটমার্চ করা হবে বলে জানা গিয়েছে।