সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ২৫,জুন :: মনোনয়নপত্র জমা দেওয়ারকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একাধিক জায়গায় তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এই রাজনৈতিক হিংসার কারণে বলি হয়েছিল তিনজন ।
এই ঘটনার পর ভাঙড়ে সরজমিনে অশান্তি কবল এলাকাগুলি খতিয়ে দেখতে পৌঁছন রাজ্যপাল। রাজ্যপাল ভাঙড়ে এসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনকে রাজনৈতিক অশান্তিকে নিয়ন্ত্রণ রাখার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন । শনিবার বিকেলে ভাঙড়ে অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে আসেন সিআইডির আধিকারিকেরা।
ভাঙড়ে মেলার মাঠ, বিজয়গঞ্জ বাজার ,পানাপুকুর এলাকা সহ একাধিক এলাকা পরিদর্শন করেন সিআইডি আধিকারিকেরা। এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন সিআইডি দলের সদস্যরা। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঠিক কি ঘটনা ঘটেছিল তা প্রত্যক্ষদর্শীদের মুখ থেকেই শোনেন আধিকারিকেরা।
বেশ কয়েক ঘন্টা এলাকা পরিদর্শনের পর আবারও কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যান তাঁরা । যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেনি সিআইডি আধিকারিকরা।