নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: রবিবার ২৫,জুন :: গলায় ধুতির ফাঁস লাগানো অবস্থায় এক স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । এমনই ঘটনা ঘটলো বলরামপুর থানার টিকটিকির মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরাবাজার থানার দুড়কু এলাকার বয়স চল্লিশের বুদ্ধদেব পাত্র দীর্ঘ সময় ধরেই চাকুরী সূত্রে বলরামপুরে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন।বলরামপুরের গোপালপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বাঁশগড় গ্রামে তার শ্বশুরবাড়িও ছিল।
পরিবারের লোকজনেরা এদিন সকালে তার বাড়িতে গেলে তাকে সিলিং ফ্যানে গলায় ধুতিতে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।এরপর তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তাকে বাঁশগড় হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জের আত্মহত্যা করে থাকতে পারেন ওই শিক্ষক।তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায় পুলিশ।

