রাজনীতির চর্চায় সবথেকে গমগম করে চায়ের দোকান। আর সেই চর্চা থেকে কখনো বাগবিতন্ডায় গড়িয়ে গিয়ে সৃষ্টি হবে উত্তেজনা

সংবাদ প্রবাহ :: নিজস্ব সংবাদদাতা:: বর্ধমান :: রবিবার :: ২৫ জুন :: ভোট মানেই সকাল-সন্ধ্যা রাজনীতির চর্চায় সবথেকে গমগম করে চায়ের দোকান। আর সেই চর্চা থেকে কখনো বাগবিতন্ডায় গড়িয়ে গিয়ে সৃষ্টি হবে উত্তেজনা , সেই আশঙ্কায় দোকানে পোস্টার সাঁটিয়েছেন বৃদ্ধ দম্পতি। তাঁদের আর্জি, তাদের ছোট্ট চায়ের দোকানে কোনো রাজনৈতিক আলোচনা করবেননা কেউই ।বর্ধমান ২- নম্বর ব্লকের পুরাতন বাস স্ট্যান্ডে প্রায় ৪৩ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছেন দুর্জয় মণ্ডল ও ভারতী মণ্ডল ।

বিধানসভা নির্বাচনের আগেও একই পোস্টার সাঁটিয়েছিলেন তাঁরা। দম্পতি জানান, তাঁদের চায়ের দোকানে সকাল থেকেই বহু ধরণের লোকজন আসেন। সেই সময় বিভিন্ন কথার ফাঁকে রাজনৈতিক আলোচনাও চলে জোর কদমে । কথা বাড়তে বাড়তে মতভেদ দেখা দিলেই কোনো অঘটনের প্রমাদ গোনেন ওই দম্পতি। বিশেষত পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব মেটার পরে দোকানে এখন আড্ডার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে বর্তমান পাঞ্চায়ের রাজনীতি। চায়ের আড্ডায় যোগ দেওয়া মানুষজন ভাগ হয়ে যাচ্ছেন বিভিন্ন শিবিরে। এতেই সিঁদুরে মেঘ দেখেছেন তাঁরা।

দুর্জয় বাবু বলেন, আমাদের একটাই ছেলে। সে প্রতিবন্ধী। ভোর থেকে রাত পর্যন্ত দু’জন মিলে সংসার যুদ্ধে ব্যস্ত থাকি। সংসার চলে দোকানকে ঘিরেই। রাজনৈতিক আলোচনা থেকে দোকানের শান্তি নষ্ট হোক, এটা চাই না। খরিদ্দার আসা কমলে আমরাই মুশকিলে পড়ব। সেই কারণেই এই পোস্টার লাগিয়েছি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =