নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৭,জুন :: বাল্যবিবাহ ও শিশু পাচারের মতো ঘটনা প্রায়শই সামনে আসে। বিশেষ করে সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বাল্যবিবাহ থেকে শুরু করে শিশু পাচার কখনো আর্থিক অনটনে আবার কখন অত্যধিক টাকার লোভে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন গ্রামে প্রায়শই ঘটে এই ধরনের ঘটনা।
সংসারের অভাব তাই অনেক সময় কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। আবার বাচ্চা অবস্থাতেই অনেক শিশুকে বিক্রি করে দিতে বাধ্য হন বাবা-মা। আবার কখনো তাদেরকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয় বা কখনো তাদেরকে কাজের লোভ দেখিয়ে ভিন রাজ্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে আসে।
তাই সেই সমস্ত সমস্যার সমাধানে এবার সক্রিয় হলো সীমান্ত রক্ষী বাহিনী। বসিরহাটের স্বরূপনগর ব্লকের বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বালতি হাই স্কুলে পড়ুয়াদের বাল্যবিবাহ রোধ ও শিশু পাচার রোখার বার্তা দিলেন বিএসএফের জওয়ানরা।
এদিন বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের পুরুষ ও মহিলা আধিকারিকরা স্কুলের পড়ুয়াদের বাল্যবিবাহ ও শিশু পাচারের কুফল সম্পর্কে বার্তা প্রদান করেন।