নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মঙ্গলবার ২৭,জুন :: আজ বিপত্তারিণী পুজো। এই উপলক্ষে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র পোড়ামাতালায় পোড়ামা মন্দিরে মহিলা পুণ্যার্থীদের ঢল নেমেছে মায়ের কাছে পুজো দিতে। নবদ্বীপ শহর ছাড়াও দূরদূরান্ত থেকে পুজো দিতে ছুটে এসেছেন অসংখ্য মহিলা পুণ্যার্থীরা। ভিড় সামলাতে তৎপর নবদ্বীপ থানার পুলিশ।
রথ ও উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার বিপত্তারিণী পুজো হয়। হাজার হাজার মানুষ ছুটে এসেছেন এই নবদ্বীপের ঐতিহ্যবাহী পোড়ামাতালায় পোড়ামা মন্দিরে বিপত্তারিণীর পূজা দিতে। এছাড়াও দেখা গেলো নবদ্বীপের মঙ্গলচন্ডী তলায় মঙ্গলচন্ডী মায়ের মন্দির সহ একাধিক মায়ের মন্দির গুলিতে পুজো দিচ্ছেন মহিলা পূর্ণনাথীরা।
এদিনের এই বিপত্তারিণী পুজো উপলক্ষ্যে মন্দিরের সামনেই ভিড় সামাল দিতে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে মোতায়ন করা ছিলো সিভিক ভলেন্টিয়ার্স। এছাড়াও শহরের ব্যস্ততম রাস্তাঘাট সচল রাখতে মোতায়ন করা ছিলো নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে একাধিক সিভিক ভলেন্টিয়ার্সরা।