রাজপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৮,জুন :: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় রাজ্যপালের পক্ষ থেকে মোট ১৪ জন সহ উপাচার্য কে নিয়ে আজ এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। ১৪ জনের মধ্যে ১৩ জন আজকে এই বৈঠকে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।

এই বৈঠকে ঘিরেই উত্তেজনা দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্যপাল অবৈধভাবে এই উপাচার্যদের নিয়োগ করেছেন। এরই প্রতিবাদে তারা এই বৈঠককেও অবৈধ বলে কটাক্ষ করেন। এরই বিরোধিতা করে এদিন তাদের এই বিক্ষোভ চলে।

রাজ্যপালের কনভয় বিশ্ব বিদ্যালয়ে পৌঁছতেই তার কনভয় ঘিরে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ব বিদ্যালয় চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়ন করা হল বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =