সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিন ২৪ পরগণা :: বুধবার ২৮,জুন :: তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে । লাগাতার বৃষ্টির জেরে চরম ভোগান্তির শিকার সাধারন মানুষ। গত ২৪ ঘন্টার বৃষ্টির প্রভাবে কর্যত জলমগ্ন গোটা জেলা। ঘরবন্ধী মানুষজন । উল্টরথের দিনের খুশি যেন জলমগ্ন হয়ে গেলো।
দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক নিচু জায়গায় কোথাও এক হাঁটু জল বা কোথাও রাস্তা কোনটা বা ড্রেন কোনটা বোঝার উপায় নেই। বারুইপুর মহকুমার এলাকায় মাস্টার পাড়া, সুভাষগ্রাম সহ্ একাধিক জায়গায় জলমগ্ন। শুধু বারুইপুর নয় ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ,সাগর, পাথর প্রতিমা, ফলতা, ক্যানিং, জয়নগরের বিভিন্ন্ এলাকা জলমগ্ন।
জলমগ্ন থাকার কারনে চরম ভোগান্তির শিকার সাধারন মানুষ। রাস্তা ঘাটে জল থাকার কারণে রাস্তায় যানবাহনের কোনো দেখা নেই।পাশাপাশি টানা বৃষ্টির জেরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলে । স্বাভাবিকের তুলনায় কিছুটা দেরিতে চলছে শিয়ালদহ দক্ষিন শাখার লোকাল ট্রেনগুলি।একদিকে ঈদ উপলক্ষে বাসে, লঞ্চে, ট্রেনে উঠতে গিয়ে বৃষ্টিতে ভিজে একাকার যাত্রীরা।
অন্যদিকে গরুর হাটে গরু, ছাগল সব ভিজে অসুস্থ হওয়ার শঙ্কা, পাশাপাশি কাদামাটিতে একাকার হাটের মানুষ। ফলে বৃষ্টিতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সাধারন মানুষের অভিযোগ নিকাশি নালা দীর্ঘ দিন ধরে সংস্কার না করার জন্য অল্প একটু বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে যায়। বাড়ীর ভেতর জল ঢুকে গিয়েছে। কার্যত গৃহস্থের কাজ শিকেয় উঠেছে।
অন্য দিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,গত ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে।অবিরাম বৃষ্টির কারণে নিচু এলাকা গুলিতে জলমগ্ন হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর কাজ শুরু করে দিয়েছি আমরা। কয়েক ঘন্টার মধ্যেই জল নেমে যাবে।