তৃনমূলের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: বৃহস্পতিবার ২৯,জুন :: সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে ভোট ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা।শুরু হয়েছে ভোট প্রচারের রাজনৈতিক লড়াই। এরই মধ্যে শাসক দলের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বৃস্পতিবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের গিলের ছাট এলাকার ১৪২ নম্বর বুথে।

তৃনমূলের অভিযোগ,রাতের অন্ধকারে তৃনমূলের ফেস্টুন ছিঁড়ে দেওয়ায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।যদিও গেরুয়া শিবিরের উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা শাসক দলের বিরূদ্ধে অভিযোগ করে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতির প্রদ্যুৎ বৈদ্য জানান,নিজেরাই নিজেদের ফ্রেস্টুন ছিঁড়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে ।

এছাড়াও বিরোধীদের মিথ্যা কেস দিয়ে রাজনৈতিক ভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।কিন্তু এভাবে বিজেপিকে দুর্বল করা যাবে না ।মানুষ তৃণমূলের চালাকি বুঝে নিয়েছে নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে । তৃনমূলের ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে এলাকায় চড়েছে রাজনৈতিক পারদ। গোটা বিষয় তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =