নিবার দলীয় প্রার্থীদের সমর্থনে কাঁকসার রাজবাঁধে প্রচারে নামেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শনিবার ১,জুলাই :: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে কাঁকসার রাজবাঁধে প্রচারে নামেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার।

এদিন মন্ত্রী ছাড়াও উপিস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের অবজারভার তথা তৃণমূল নেতা প্রভাত চট্টপাধ্যায়,তৃণমূলের জেলা পরিষদের, কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রার্থীরা সহ কাঁকসা আমলাজোড়া পঞ্চায়েতের তৃণমূল মনোনীত প্রার্থীরা। এদিন সকাল কাঁকসার রাজবাঁধ থেকে মিছিল শুরু করে মিছিল শেষ হয় কাঁকসার বাবনাবেড়া গ্রামে।

সেখানে পথ সভা করেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন বলেন গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল।কিন্তু কোনো প্রতিশ্রুতি তারা রাখতে পারেন নি।

নির্বাচনের আগে তারা ভেবেছিলো রাজ্যে ক্ষমতায় চলে আসবে ভাঁওতাবাজি করে।  কিন্তু তা না হওয়ায় পরে ১০০ দিনের কাজের টাকা বিজেপি সরকার বন্ধ করে দেয়। তার দাবি রাজ্যের মানুষ বিজেপি কে ভোট দিয়ে যে ভুল করেছিলো তা এবার পঞ্চায়েত নির্বাচনে আর করবে না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − nine =