নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: রবিবার ২,জুলাই :: সিপিআইএমের অস্থায়ী কার্যালয়ের ব্যানার ফেস্টুন পতাকা ছিড়ে ফেলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার গৌরনগর এলাকায়।
স্থানীয় সূত্রের খবর শনিবার মধ্যরাতে দুষ্কৃতীরা সিপিআইএমের অস্থায়ী কার্যালয়ের ফ্লেক্স ব্যানার এবং দলীয় পতাকা খুলে ছিড়ে সেগুলোকে দলীয় কার্যালয়ের ভিতর ফেলে দেয়। আজ সকালে বিষয়টি জানাজানি হতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল জানিয়েছে, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, বিজেপি এবং সিপিএম যোগসাজ করে এমন ঘটনা ঘটাচ্ছে তৃণমূলকে বদনাম করার জন্য।