নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: রবিবার ২,জুলাই :: গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক তৃণমূল কর্মী। নিহত ওই তৃণমূল কর্মীর নাম জিয়ারুল মোল্লা। বয়স ৪০ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তির বাড়ির অদূরে একটি ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছিলেন।
তখনই কয়েকজন দুষ্কৃতী তার কাছে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। কয়েক রাউন্ড গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। যার মধ্যে একটি গুলি তার মাথায় লাগে। গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন বাইরে বেরিয়ে আসে। দেখা যায় জিয়ারুলের মাথায় গুলি লেগেছে। এলাকায় যুব তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত ছিল নিহত ঐ ব্যক্তি।
এই ঘটনার অভিযোগ উঠছে তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। আশঙ্ক জনক অবস্থায় জিয়ারুলকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। উল্লেখ্য বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। এর আগেও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন হয়েছেন একাধিক ব্যক্তি।
পঞ্চায়েত ভোট আসতেই ফের শুরু হলো গোষ্ঠীদ্বন্দ্ব। আর তাতেই নিহত হলেন জিয়ারুল মোল্লা। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। তবে রাজনৈতিক কারণে খুন না এর পেছনে অন্য কিছু আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে ঘটনা তদন্ত।