নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: সোমবার ৩,জুলাই :: চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কল্যা খুড়শি গ্রামের মাঠের মাঝখানে শিলাবতী নদী লাগোয়া এলাকায় গ্রামের মানুষজন জমিতে ফসল আনতে গিয়ে দেখেন নদীর পাড়ে গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা তৈরির জিনিস পত্র। অর্ধেক বাধা বোমাও পড়ে রয়েছে ওই এলাকায় বলে জানান এক মহিলা।
পঞ্চায়েত ভোটের কারণেই এই বোমা মজুদ করা হচ্ছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে। স্থানীয় লোকজনেরা বোমা তৈরির সরঞ্জাম গুলি দেখার পরে খবর দেয় চন্দ্রকোনা থানার পুলিশকে চন্দ্রকোনা থানার পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে।
চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কল্লা খুড়শি এবং কৃষ্ণপুর এলাকায় বেশ কিছুদিন ধরেই শাসক দলের সাথে বিরোধীদল এবং নির্দল প্রার্থীদের বাঁধছে গন্ডগোল। এলাকায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। তারপরে আজ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হবার পরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।