নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৩,জুলাই :: পথ দুর্ঘটনাগ্রস্ত মৃতের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পরিবার পরিজনদের বিক্ষোভ আসানসোল জেলা হাসপাতালে।ঘটনাসূত্রে মহ: কালাম নামের (৩৫) এক গাড়ি চালক ।
রবিবার ভোরে(৫:৩০ নাগাদ) বারাবনি থানা অন্তর্গত এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়।পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে।
কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ মৃত ঘোষণার পরেও ওই যুবকের পালস চলছিল। চিকিৎসকদের বলা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির মত তাকে ফেলে রাখে। পরবর্তী ক্ষেত্রে মৃত যুবকের দেহ ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালের এই অমানবিক ব্যবহারে তারা ক্ষিপ্ত। বর্তমানে তারা জানতে চায় মৃত যুবকের চিকিৎসা পদ্ধতিতে ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল?