২০২৬ সালের আগেই রাজ্যের নতুন সরকার এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: মঙ্গলবার ৪,জুলাই :: মাঝে মাত্র আর চারটি দিন তারপরেই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে ই নদীয়ার কৃষ্ণনগরে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে রাজ্য বিজেপি নেতা বলেন পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণের নির্বাচন নয়। আগামী পাঁচ বছরে জন্য লুটের ইজারা নেবার নির্বাচন বলেই মন্তব্য রাজ্য বিজেপি নেতার।

এদিন মদন মিত্র সম্পর্কেও মুখ খুললেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। মদন মিত্র সেই চিরাচরিত ডায়লগ “ও লাভলী” শোনা গেল বিজেপি নেতার মুখেও। তৃণমূলের সাথে মদনের দূরত্ব বাড়ছে সেই প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন, জন্ম লগ্ন থেকে মদন মিত্র তৃণমূলে।

উনি যেমন তৃণমূল কংগ্রেসটাকে চেনেন তৃণমূল কংগ্রেসও মদন মিত্র কে চেনেন তাকে আর তৃণমূলের স্টার মানাচ্ছে না। এখন ফিল্মস্টার মদন মিত্রকে চাই মন্তব্য বিজেপি নেতার।

২০২৬ সালের আগেই রাজ্যের নতুন সরকার আর এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। তাহলে কি ২০২৬ সাল পর্যন্ত তৃণমূল ক্ষমতায় থাকবে না তার আগেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা বিজেপির?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =