নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: বুধবার ৫,জুলাই :: আর কয়েকদিন পরেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন গ্রাম এখন উত্তপ্ত হয়ে উঠছে। রাতভর বিভিন্ন জায়গায় চলছে বোমাবাজি। নির্বাচনের আগে যেন সন্ত্রাস থামতেই চাইছে না, বাসন্তীতে।
খুন, বাড়ি ভাঙচুর ,লুটপাট যেন লেগেই রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা যেন দুষ্কৃতীদের স্বর্গে রাজ্য পরিণত হয়েছে। দেদার চলছে বোমা,লাগামহীন সন্ত্রাস পুলিশ যেন কাঠের পুতুল। মঙ্গলবার রাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষের বাড়ির লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেরিয়া উত্তর ভাঙ্গন খালি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালেও আতঙ্কের ছবি গোটা গ্রাম জুড়ে যেন গ্রাস করেছে। সাধারণ মানুষ ভীত ও সন্ত্রস্ত হয়ে রয়েছে ।
পঞ্চায়েত নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে তা মোটেই মানতে চাইছে না সাধারণ এলাকাবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী গ্রামে ঢোকে এবং গ্রামে এলোপাতাড়ি গ্রামবাসীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীরা গ্রামে কেন বোমাবাজি করেছে তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। যদিও গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তবে পুলিশ এলেও মানুষের চোখে মুখে এখনো আতঙ্কের ছবি ধরা পড়ছে। তবে কি অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে ব্যর্থ হবে রাজ্যের নির্বাচন কমিশন এটাই এখন বড় প্রশ্ন?